E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্মশালায় জাতীয় প্রকল্প পরিচালক

দেশের ৩২ উপজেলায় সরকারের স্বপ্ন প্রকল্পে নারীরা হবে স্বাবলম্বী

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৯:২০:১৩
দেশের ৩২ উপজেলায় সরকারের স্বপ্ন প্রকল্পে নারীরা হবে স্বাবলম্বী

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সঞ্চয়ি করতে দেশের হতদরিদ্র ও দূর্যোগ প্রবণ ৩২টি উপজেলা ১৮৩টি ইউনিয়নে  ১৪৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সরকার গ্রামীণ হতদরিদ্র অসহায় ‘নারীর কর্মের সুযোগ সৃষ্টি ও সামর্থ্য উন্নয়ন স্বপ্ন দ্বিতীয় পর্যয়ে কাজ শুরু করেছে। সরকার ও ইউএনডিপির অর্থায়ানে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন এই প্রকল্পে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, শরণখোলা ও চিতলমারী উপজেলার ২৭টি ইউনিয়নের পিছিয়ে পড়া হতদরিদ্র অসহয় নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে।

আজ বুধবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বপ্ন দ্বিতীয় পর্যয়ের অবহিতকরণ কর্মশালায় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক (পিডি) আবু সেলিম মাহমুদ উল হাসান আরও জানান, এই প্রকল্পের আওতায় হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, অসহায়, বিধবা, স্বামী পরিত্যাক্তা নারীদের সরকারের সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজে পাঁচ ঘন্টা নিয়োজিত করে দৈনিক ২৫০ টাকা করে মজুরি দেয়া হবে। বাধ্যতামূলক তারা দৈনিক ৫০ টাকা করে সঞ্চয় জমা রাখবে। এছাড়াও এসব নারীদের কর্মে সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহ. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. ফারুক হাসান, স্বপ্ন জাতীয় প্রকল্পের ব্যবস্থাপক রোজি আক্তার, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আহমেদুল কবির আকন ও জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হোসেন।

কর্মশালায় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, মোরেলগঞ্জ, শরণখোলা ও চিতলমারী উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, ২৭ জন ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবসহ স্বপ্ন প্রকল্প সংশিষ্টরা অংশ নেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test