E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ছুটির পরিবর্তে পেলেন বরখাস্তের আদেশ!

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:২৬:৫২
ছুটির পরিবর্তে পেলেন বরখাস্তের আদেশ!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য চেয়েছিলেন ছুটি। কিন্তু সেটির পরিবর্তে পেয়েছেন বরখাস্তের আদেশ। এমন দাবি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এক পরিবার কল্যাণ সহকারীর। তার দাবি,  মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছেন, বিনা ছুটিতে ২১ দিন কর্মস্থলে অনুপস্তিত ছিলেন ওই পরিবার কল্যাণ সহকারী।

এছাড়া তার বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তাদের সাথে অসদাচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগও রয়েছে। ওই পরিবার কল্যাণ সহকারীর নাম জেসমিন আরা খাতুন। তিনি উপজেলার কাপাশহাটিয়া ২/খ ইউনিটে কর্মরত। গত মঙ্গলবার খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক সৈয়দ রবিউল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুন দীর্ঘদিন কর্মস্থলে অনুপিস্থিত, উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে অসদাচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন, বিনা অনুমতিতে ভারতে গমন ও টেলিভিশন চ্যানেলে ক্যান্সার আক্রান্তের ভুয়া তথ্য উপস্থাপন করে বিনা ছুটিতে ২১দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযােগের সত্যতা পাওয়ায় তাকে সরকারি কর্মচারী শৃংখলা ও আপিল বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে জেসমিন আরা খাতুন দাবি করেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। ঢাকায় চিকিৎসা করে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে।

চিকিৎসকরা তাকে ৮টি কেমোথেরাপি নিতে বলেছেন। ফলে চিকিৎসার জন্য একাধিকবার উপজেলা ও জেলা কর্মকর্তার কার্যালয়ে ছুটির জন্য ঘুরলেও তারা ছুটি দেননি। গত ২৪ ডিসেম্বর উপজেলা কর্মকর্তার কাছে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন করেছিলেন। তবে তাকে ছুটি দেওয়া হয়নি। পরে ছুটির দাবিতে জেলা কর্মকর্তার কাছেও আবেদন করে ছুটি মেলেনি। এখন উল্টো মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি ন্যায়বিচার পাননি বলেও দাবি করেন।

উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছরিন জানান, ওই পরিবার কল্যাণ সহকারী কখনও ছুটির জন্য আবেদন করেননি। বিনা ছুটিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় জেলা কার্যালয় থেকে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল। কমিটির রিপোর্ট অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। এতে তার কোনো হাত নেই।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, এখনও তদন্ত চলছে। শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য দেওয়া যাবে না।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test