E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৯:৫৮:৩০
নড়াইলে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারি) দুপুরে ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই শ্লোগান সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুর্নীতিবিরোধী সমবাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ওই বিদ্যালয়ের প্রায় আট শত শিক্ষার্থী অংশ নেয়। তারা সবাই দুর্নীতির বিরুদ্ধে শপথও নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এম এম আরাফাত হোসেন,।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, লোহাগড়া এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ কবির হোসেন, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস প্রমুখ।

এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণি পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে তন্ময় হাসান, জান্নাতি ও ইভা রহমান এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে সাবিহা, সুমাইয়া ইসলাম ও নাফিসা রহমান। রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া দুদকের পক্ষ থেকে দুজন দরিদ্র শিক্ষার্থীর হাতে মাসিক উপবৃত্তির টাকা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন ভালো কর্মকর্তা অথবা ভাল জনপ্রতিনিধির দ্বারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তাই আজ তোমাদের শপথ নিতে হবে নিজে দুর্নীতি করব না, দুর্নীতি করতে দিবো না। এ দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test