E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রোনি এ্যাপারেলসে গ্যাস পাইপ বিস্ফোরণ, দগ্ধ ১৪ জন

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ২০:৪৭:৫৯
ক্রোনি এ্যাপারেলসে গ্যাস পাইপ বিস্ফোরণ, দগ্ধ ১৪ জন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১৪জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাড়ে ৩টায় ফতুল্লা কাশিপুর হাটখোলা ক্রোনি এ্যাপারেলসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পলাশ কান্তি মন্ডল, মাহবুব কাজি, আমির মিয়া, মনির, শান্ত, মিঠুন বিশ্বাস, মুকুল, জিতু, মেহেদী, রিপন, কামরুল, রুবেল, শফিক, জাকির।

দগ্ধ কামরুল বলেন, ক্রোনি এ্যাপারেলসে গ‍্যাসের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ গ্যাসের পাইপ ফেটে যায়। এতে করে আমাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

এদিকে জানা যায় ১৪ জনের মধ্যে ১২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় অবজারভেশনে রাখা হয়েছে তাদের সিদ্ধান্ত পরে নেবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে ১৪ জন আমাদের জরুরী বিভাগে এসেছে। তাদের চিকিৎসা চলছে। তবে বেশিরভাগ মানুষের দগ্ধের পরিমাণ একেবারে কম। যাদের ভর্তি লাগবে, তাদের ভর্তি দেওয়া হবে বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test