E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৯:৫৩:৫৬
সাভারে সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর

কাজী দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে ৭ নং বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন এর বাড়ি ভাঙচুর করলেন মোঃ মামুন  ও তার ক্যাডার বাহিনী নিয়ে।

৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার সময় মোঃ মামুন হোসেন ও তার ক্যাডার বাহিনী নিয়ে ৭নং বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সুজন এর বাড়ি দেশীয় অস্ত্র শাপল রড জি আই পাইপ হাতে নিয়ে আক্রমণ করে। এ সময় মোহাম্মদ সাইদুর রহমান সুজনের বাড়ির প্রধান গেট বন্ধ থাকায় মামুন ও তার ক্যাডার বাহিনী বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না বিধায় বাড়ির প্রধান গেটে শাপল হাতুড়ি ও রড দিয়েন ভাঙচুর করে।

একপর্যায়ে প্রধান গেটটি ভেঙে মামুন ও তার ক্যাডার বাহিনীসহ বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে গিয়ে মোহাম্মদ সাইদুর রহমান সুজনকে খোঁজাখুঁজি করে আর অকথ্য ভাষায় গালিগালাজ করে সাথে প্রাণে মারার হুমকিও দেয় মোহাম্মদ সাইদুর রহমান সুজন দুই তলায় থাকার কারণে তাকে সামনে পায় না। এমন অবস্থায় মোঃ সাইদুর রহমান সুজনের ছেলে ও তার ভাতিজারা নেমে আসলে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে এবং মামুন লোহার রড দ্বারা সাইদুর রহমান সুজনের ছেলে মোহাম্মদ রাইসুল ইসলাম এর মাথায় আঘাত করে।

মোহম্মদ সাইদুর রহমান সুজনের ভাতিজা মোহাম্মদ আশরাফকে মাথা তাক করিয়া লোহার রড দিয়ে বাড়ি ছাড়ে এমন অবস্থায় মোঃ আশরাফ তার হাত দিয়ে ঠেকালে তার হাতে আঙুল ভেঙে যায় এ সময় মামুন ও তার ক্যাডার বাহিনীর মোঃ মামুন মোঃ মধু মিয়া মোঃ মোস্তফা মোঃ ফরিদুল ইসলাম সহ অজ্ঞতা নামা আরো ৪-৫ জন উপস্থিত ছিল।

এক পর্যায় যখন মামুন ও তার ক্যাডার বাহিনীর সামনে এলাকাবাসী নিরুপায় রক্তের বন্যা ক্রমশে বেড়েই চলছে তখন মোহাম্মদ সাইদুল রহমান সুজন এ দৃশ্য দেখে যেন দিশেহারা নিরুপায় হয়ে মোহাম্মদ সাইদুর রহমান সুজন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রশাসনের সাহায্য প্রার্থনা করেন

প্রশাসনের আসার কথা শুনে মামুন ও তার ক্যাডার বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাৎক্ষণিক এলাকাবাসী মোহাম্মদ সাইদুর রহমান সুজনের ছেলে রাইজুল ইসলাম ও ভাতিজা মোহাম্মদ আশরাফ ও পাড়াপড়শি ছোট ভাই মোহাম্মদ রনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে এবং এ ঘটনা নিয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২৪ তাঃ ৯/০২/২৪ হয়েছে।

(কেডিএইচ/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test