E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকুপায় ‘রেভারেন্ড পল মুন্সী’ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প  

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৬:২২:৫৫
শৈলকুপায় ‘রেভারেন্ড পল মুন্সী’ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প  

শেখ ইমন, শৈলকুপা : সিএসএস’র স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর ১৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম ঝিনাইদহের শৈলকুপা শাখার আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার।

অনুষ্ঠানে সিএএস এনজিও’র শৈলকুপা শাখার ব্রাঞ্চ ম্যানেজার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিন, বিশেষ অতিথি ছিলেন সিএসএস’র ঝিনাইদহ অঞ্চলিক ব্যবস্থাপক নরহরি হালদার, হরিণারায়নপুর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক হাফিজুল ইসলাম প্রমূখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবার আওতায় ছিলো মা ও শিশু সেবা, হেলথ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান।

রোগীদের চিকিৎসা প্রদান করেন শৈলুকপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু বিশেষজ্ঞ ডা: তাসরিফা আফরিন মিষ্টি। এসময় সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২ শতাধিক রোগী চিকিৎসা সেবা দেওয়া হয়।

ঝিনাইদহ অঞ্চল ব্যবস্থাপক নরহরি হালদার বলেন, সিএসএস ১৯৭২ সাল থেকে সারা বাংলাদেশে দক্ষতার সাথে বিভিন্ন রকমের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে ট্রেনিং এর মাধ্যমে কর্মী ও এনজিও সদস্যদের দক্ষতা করার কাজ করে যাচ্ছে সিএসএস।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test