E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা 

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৮:০৯:২২
আশুলিয়ায় ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা 

কাজী দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু'র সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আশুলিয়া থানা ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) শনিবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়। এসময় আশুলিয়া থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা উওর ছাত্র দলের সাবেক আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ৭ জানুয়ারি নিজেদের মধ্যে একটি প্রহসনের অনুষ্ঠানের আয়োজন করেছিলো বর্তমান অবৈধ অগণতান্ত্রিক সরকার। বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঘৃণাভরে সেই অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করেছেন। আমরা হতাশ নই। আগামী দিনে বিএনপির যেকোনো আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব। আমাদের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আশুলিয়া থানা ছাত্রদল আরো সুসংগঠিত ও শক্তিশালী করব। আমি চলমান বিএনপির সকল আন্দোলন সংগ্রামে, সকল কর্মসূচিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছি - হরতাল, অবরোধ, বিক্ষোভ-মিছিলে সাহসি ভূমিকা রেখেছি। আমাকে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত করা হলে অতি দ্রুত ঢাকা জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি পুনর্গঠন করে ত্যাগী, নির্যাতিত ও সাহসী নেতৃত্ব তৈরির মাধ্যমে সংগঠনকে বেগবান করব। ইন শাহ আল্লাহ।

তিনি বলেন, আন্দোলন- সংগ্রামে যে সকল ছাত্রদল নেতৃবৃন্দ জীবন বাজি রেখে রাজপথে ছিল তাদেরকে প্রত্যেকটি কমিটির ক্ষেত্রে মূল্যায়ন করা হলে এক দফা দাবি বাস্তবায়নের আন্দোলন জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী দিনগুলোতে আন্দোলন-সংগ্রাম সফল করার লক্ষ্যে যে সকল ইউনিটে তথা জেলা, থানা, পৌর, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে কমিটি নেই দ্রুত সে সমস্ত ইউনিটে কমিটি গঠন করা প্রয়োজন। আমাদের দৃঢ় বিশ্বাস ছাত্রদলের নেতৃত্বেই বর্তমান অবৈধ, বাকশালী, ভোটার বিহীন স্বৈরাচার সরকারের পতন হবে। ইন শাহ আল্লাহ।

(কেডি/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test