E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বামী কর্তৃক স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেফতার

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:০০:০৫
স্বামী কর্তৃক স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেফতার

কাজী দেলোয়ার হোসেন, স্টাফ  রিপোর্টার : ঢাকার সাভারে স্বামী কর্তৃক স্ত্রী হত্যাকান্ডের একমাত্র আসামী স্বামী গ্রেফতারের বিষয় সাভার মডেল থানায় প্রেস ব্রিফিং।

আসামী মোঃ হাফিজুর রহমান (৩৭), পিতা- মতিন মাষ্টার, মাতা-রিজিয়া বেগম, স্থায়ী: গ্রাম- অংলকারপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী, বর্তমান: গ্রাম-৯/১, জনৈক আঃ মজিদ খানের বাড়ীর ৬ষ্ঠ তলার পূর্ব পাশের ফ্লাটের ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকার সহিত অনুমান ০২ (দুই) বৎসর আগে ডিসিস্ট কহিনুর বেগম (৪০), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-জরিনা খাতুন, স্থায়ী: গ্রাম- পাঠানপাড়া, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম এর বিবাহ হয়। ডিসিস্ট এর পূর্বে অন্যত্র বিবাহ হয়েছিল। আসামীর সাথে এটি দ্বিতীয় বিবাহ। আসামী বিবাহের পর হইতে প্রতিনিয়ত ডিসিস্ট কহিনুর বেগম এর সাথে মারপিট করাসহ অসদাচরন করে আসছিল। আসামী মো: হাফিজুর রহমান (৩৭) একজন গার্মেন্টস কর্মী। বিবাহের পর হইতে তাহারা একই বাসায় বসবাস করলেও গত ০১ ফেব্রুয়ারি পারিবারিক কলহের কারণে আসামীর উপরে বর্ণিত ঠিকানায় চলে আসে।

১৩ ফেব্রুয়ারি দুপুর অনুমান ২টার সময় আসামী মো: হাফিজুর রহমান (৩৭) ডিসিস্ট কহিনুর বেগম (৪০)-কে ফোন করিয়া আসামীর বর্তমান ঠিকানার বাসায় নিয়ে আসে। অত:পর পারিবারিক কলহের জের ধরিয়া আসামী তাহার রুমের বাথরুমের ভিতরে ধারালো চাকু দ্বারা ডিসিস্ট এর পেটে, পিঠে, বাহুতে, পাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করিয়া। হত্যা করে পালিয়ে যায়। বাড়ীর মালিকের ছেলে খালেদ খান মঈমসহ আশপাশের ভাড়াটিয়ারা বাথরুমের ভিতর ডিসিস্ট এর লাশ দেখে ডিসিস্ট এর পরিবারের সদস্যদের সংবাদ দেয়। পরবর্তীতে সাভার মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সাভার পৌরসভাধীন রাজাবাড়ীয়া এলাকা হইতে আসামী মো: হাফিজুর রহমান (৩৭) কে গ্রেফতার করে এবং আসামীর দেখানোমতে হত্যাকান্ড ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করে। ডিসিস্ট এর মেয়ে সাথী আক্তার (১৮) এর অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানার মামলা নং-৩৫, তাং-১৩/০২/২০২৪, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি তদন্তের জন্য এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান এর উপর তদন্তভার অর্পন করা হয়।

উদ্ধারকৃত আলামত- হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো চাকু।

আসামীর নাম-ঠিকানা-মোঃ হাফিজুর রহমান (৩৭), পিতা- মতিন মাষ্টার, মাতা-রিজিয়া

বেগম, স্থায়ী: গ্রাম- অংলকারপুর, থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী, বর্তমান: গ্রাম-৯/১, জনৈক আঃ মজিদ খানের বাড়ীর ৬ষ্ঠ তলার পূর্ব পাশের ফ্লাটের ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা।

(কেডিএইচ/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test