E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:০৭:২২
মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলার কদমপুর ভাঙ্গাপোল ব্রিজের ঢাকা-খুলনা মহাসড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কদমপুর কইচা মোড়া খালের মুকসুদপুর বাওড় হতে আটাডাঙ্গার বাওড় পর্যন্ত ২ কিলোমিটার খাল খনন বন্ধের দাবিতে এই মানববন্ধন করেন এলাকার পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবার।

সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য কামরুল মোল্যা, দেলোয়ার ফকির, সাবেক পুলিশ সদস্য হুমায়ুন মুন্সী, ইমাম হোসেন, হবি শেখ প্রমুখ।

বক্তারা বলেন দেড় বছর হয়নি এই খাল খনন হয়েছে। এলাকার কিছু মোনাফালোভী লোক আবারও খাল খনন প্রকল্প পাশ করিয়ে সরকারের টাকা লুটপাটের জন্য সাধারণ জনগনের ক্ষতি করছে। এই খাল পাড়ে প্রায় এক হাজার পরিবার বসবাস করে। প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্থ হবে। মাননীয় প্রধানন্ত্রী ও আমাদের এমপির কাছে আমাদের একটাই দাবি এই খাল খনন বন্ধ করা হোক।

ভুক্তোভুগি কদমপুর গ্রামের বক্কার মোল্যা, ছিদ্দিক শেখ, রিপন শেখ লুৎফর শেখ এবং রিপা বেগম জানান, আমাদের শেখ সম্বল এই বাড়ি। আমাদের বাড়িটা খালের পাড়ে। খাল খনন হলে আমাদের বাড়িঘর খালের মধ্যে বিলিন হয়ে যাবে। আমাদের শেষ সম্বল হারিয়ে আমরা নি:স্ব হয়ে যাবো। আমরা এই খাল খনন চাইনা।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test