E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বসন্ত উৎসব

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৭:৪৬:১১
বরিশালে বসন্ত উৎসব

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শীতের জীর্ণতা ছাড়িয়ে ফুলে ফুলে শোভিত হয়ে উঠেছে প্রকৃতি। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া গাছে লেগেছে আগুন রঙের খেলা। মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ। যান্ত্রিকতার কোলাহলমুখর নগরীতে অতি কর্মব্যস্ত নিস্প্রাণ জীবনের মাঝেও বসন্ত উৎসব ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে মেতে উঠেছিলো সব বয়সের নারী-পুরুষ।

আজ বুধবার পহেলা ফাল্গুন বসন্ত উৎসবে বরিশাল সরকারি মহিলা কলেজ মাঠে বসন্ত উৎসবে আয়োজন করা হয় পিঠা উৎসবের। বিভিন্ন ধরনের পিঠার স্টলগুলোতে শিক্ষার্থী সহ অভিভাবকদের বিভিন্ন নামের পিঠা খাওয়াসহ বাসা বাড়িতে কিনে নেয়ার জন্য উপচে পড়া ভিড় ছিলো। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার সাথে বাসন্তি উৎসবকে বর্ণিল করতে নানা রংয়ের পোষাক ছাড়াও ফুল দিয়ে সেঁজে অনুষ্ঠানে আসে মহিলা কলেজের ছাত্রীরা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

অপরদিকে বুধবার বিকেলে নগরীর জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে বসন্ত বরণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী এবং বরিশাল নাটক’। বসন্ত বরণ উপলক্ষে নগরীর ফুলের দোকানগুলোতে উপচে পরা ভির ছিলো। বাঙালির প্রাণের উৎসব বসন্ত বরণ ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসকে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test