E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:০৪:২৯
টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : টুঙ্গিপাড়ায় প্রাথমিক স্তরে শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর সমাধি সৌধের উন্মুক্ত চত্বরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে কলম, কলমদানি, ছাতা, পানির বোতল, স্কুল ব্যাগ ও কম্বল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মঈনুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমুখ।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাযাত করেন তারা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test