E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চালক ও যাত্রীদের সচেতন করতে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন 

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:২১:৫৩
চালক ও যাত্রীদের সচেতন করতে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন 

একে আজাদ, রাজবাড়ী : হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এরই অংশ হিসেবে রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হাইওয়ে পুলিশ (মাদারিপুর অঞ্চল) ফরিদপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পাংশা হাইওয়ে থানার সামনে থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল হয়ে একই স্থানে এসে শেষ হয়। এতে অর্ধ শতাধিক মোটর সাইকেল অংশ গ্রহণ করে। এসময় গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ চলছে। এটি গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের প্রতিটি থানাতে একযোগে পালিত হচ্ছে।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য জনসাধারণ কে সচেতন করা। মহাসড়কে যাতে দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা যায় সেই লক্ষ্যে চালক, হেল্পার, মালিক ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, হেলমেট বিহীন মোটর সাইকেল চালক, বাসের ক্ষেত্রে বেল্ট বিহীন চালককে বেল্ট পরিধান, অতিরিক্ত যাত্রী বা মালবহন, জাতীয় গতি সীমার বাহিরে গাড়ি চালানোসহ মহাসড়কের বাঁকে সতর্কতা অবলম্বন করে ফিরানো, ওভার টেক না করা এবং থ্রী-হুইলার গাড়ি যাতে মহাসড়কে কোনমতে না উঠে, সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালন করে যাবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test