E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৭:২০:৪৯
মাগুরায় জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাহমুদ ফজল, মাগুরা : মাগুরায় জেলা পর্যায়ের জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গত বুধবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন, মাগুরা জেলা কর্তৃক আয়োজিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন, মাগুরায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্বেরাত, আযান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও ইসলামিক কুইজ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। মোট ০৩টি গ্রুপে মাগুরা জেলার চারটি উপজেলার প্রায় শতাধিক প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। প্রতিটি ইভেন্টের প্রতিটি গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ইসলামী ফাউন্ডেশন মাগুরার উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ. ম আব্দুল ফাত্তাহ।

(এমএফ/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test