E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে পুলিশের ওপর বোমা হামলায় ৮ জেএমবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:৩৭:৩৭
বাগেরহাটে পুলিশের ওপর বোমা হামলায় ৮ জেএমবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে পুলিশের উপর বোমা নিক্ষেপকারী ৮ জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জনাকৃর্ণ আদালতে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ড. আতিকুস-সামাদ আসামীরা উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যদের মধ্যে মো. আকাশ ওরফে বাবু, মো. হাবিবুল্লাহ, মো. কবিরুল, মিজানুর রহমানকে ৩ বছর. মো. জহিরুল ইসলাম, মো. মাকসুদুর রহমান ওরফে তোতা, মো. মোরশেদ আলমকে ২ বছর ও মো. সাইফুল ইসলামকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। একই সাথে আদালত প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত এসব জেএমপি সদস্যদের বাড়ী বাগেরহাট ও পিরোজপুর জেলায়।

আদালতের দেয়া রায়ে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে শাফায়েত শেখের পরিত্যাক্ত বাড়ীতে জেএমবির সদস্যদের অস্থানের কথা জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা চালায়। এ সময়ে জেএমপির সদস্যরা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চার জেএমবি সদস্যকে আটক করে। পরবর্তীতে পুলিশ বিভিন্ন স্থান থেকে বাকী চার জেএমবি সদস্যকে আটক করে। কচুয়া থানা পুলিশ ২০১৭ সালের ১১ মে আটক জেএমবি সদস্যর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বৃহস্পতিবার দুপুরে সকল আসামীদের উপস্থিতিতে দুই জেএমবি সদস্যকে ৩ বছর, দুইজনক ২ বছর, বাকী জেএমবি সদস্যদের ১ বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সরকারী কৌশলী (এপিপি) মো. শহীদুজ্জামান আদতের দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test