E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৭৪

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:৫০:৩৯
বাগেরহাটে এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৭৪

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ হাজার ৪৫৬ জন অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনের পরিক্ষায় অনুপস্থিত ছিল ২৭৪ জন। অনুপস্থিত এসব পরীক্ষার্থীর মধ্যে রয়েছে এসএসসি’র ৭৫ জন, দাখিল পরিক্ষার্থী ১৫৪ জন ও কারিগরি পরীক্ষার্থী ১৮ জন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাগেরহাটের ৯টি উপজেলায় শুরু হওয়া এসএসসি পরিক্ষায় ১৩ হাজার ৬৩৫ জন, দাখিলে ৪ হাজার ১১১ জন ও কারিগরিতে ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জব্বার এতত্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় ১৯ হাজার ৪৫৬ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তাদের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৭৪ জন। কোন অপ্রতিকার ঘটনা ছাড়াই বাগেরহাটে শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test