E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড 

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৯:০৪:৩৩
পাংশায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলায় ফজলুল শেখ (৩৮) কে মাদক সেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফজলুল শেখ উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম এলাকার জিলাল শেখ এর ছেলে।

উপ পুলিশ পরিদর্শক মো: তরিকুল ইসলাম জানান,গতকাল রাত দেড়টায় কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা কামার মোড় এলাকা থেকে টাপেন্টাডল টেবলেট সেবন কালে তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন।মাদক সেবনকারী কে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test