E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরে যুক্ত হয়েছে সর্বোচ্চ ক্ষমতার দুটি টাগ বোট

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৯:৩৭:১৫
মোংলা বন্দরে যুক্ত হয়েছে সর্বোচ্চ ক্ষমতার দুটি টাগ বোট

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দরের যুক্ত হয়েছে সর্বোচ্চ ৭০ বোলার্ড পুলের ক্ষমতা সম্পন্ন দুটি টাগ বোট এমটি নীল কমল ও এমটি জয়মনি। হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে ১৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এই টাগ বোট দুটি বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছেছে। সর্বোচ্চ ৭০ বোলার্ড পুলের ক্ষমতা সম্পন্ন নতুন এই টাগ বোট দুটি যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বানিজ্যিক জাহাজগুলো দ্রুত ও নিখুঁত ভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন নতুন এই টাগ বোট দুটি বন্দরে এস পৌঁছায় দুপুরে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিলার শাহীন রহমান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এমটি নীল কমল ও এমটি জয়মনি নামের সর্বোচ্চ ৭০ বোলার্ড পুলের ক্ষমতা সম্পন্ন নতুন এই টাগ বোট দুটি হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে নির্মাণ করে আনা হয়েছে। নির্মাণ শেষ হবার পর টাগ বোট দুটি গত ৩০ জানুয়ারী হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে মোংলা বন্দরের উদ্যোশে ছেড়ে আসে। টাগ বোট দুটি বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। এরআগে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা ছিল ৪০ বোলার্ড। সর্বোচ্চ ৭০ বোলার্ড পুলের ক্ষমতা সম্পন্ন টাগ বোট দুটি যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বানিজ্যিক জাহাজগুলো দ্রুত ও নিখুঁত ভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিক জাহাজ হ্যান্ডলিংএ মোংলা বন্দরে নব নিগন্তের সূচনা হলো বলে জানান এই কর্মকর্তা।

(এসএসএ/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test