E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্রলীগকে নিয়ে ঈশ্বরদীতে এমপি'র ময়লার ভাগাড় পরিষ্কার অভিযান

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১৫:২৬:০৮
ছাত্রলীগকে নিয়ে ঈশ্বরদীতে এমপি'র ময়লার ভাগাড় পরিষ্কার অভিযান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর প্রবেশ মুখে পৌরসভার ফেলে রাখা  দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড় পরিস্কারে অভিযান শুরু করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগ। পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফের নির্দেশে শনিবার (১৭ ফেব্রুয়ারী) ছাত্রলীগের নেতাকর্মীরা এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন নবনির্বাচিত এমপি গালিবুর রহমান শরীফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশবসহ বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শহরের প্রবেশমূখে শহরের সকল ময়লা ও আবর্জনা জমা করে রেখেছে। শহরে প্রবেশের সময় নাকে রুমাল দিতে হয়। গুরুত্বপূর্ণ ঈশ্বরদীতে সবসময় বিদেশিসহ ভিভিআইপিরা যাতায়াত করেন। এতে ঈশ্বরদীর ভাবমূর্তি ক্ষুণ্ন হলেও দেখার কেউই ছিল না। এলাকাবাসীরা বারবার প্রতিবাদ জানালেও ময়লা ফেলা বন্ধ এবং পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় নবনির্বাচিত এমপি গালিবুর রহমান শরীফ ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের যন্ত্রণা লাঘবের জন্য ছাত্রলীগকে ময়লা ও আবর্জনা পরিস্কারের জন্য মাঠে নামতে বলেন। আজ তিনিও আমাদের সাথে ময়লা পরিস্কারে মাঠে নেমেছেন।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test