E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে হাইওয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:০৯:৫৭
ভৈরবে হাইওয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : “সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই স্লোগানকে সামনে রেখে সাত দিনব্যাপী ‘হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ’ উপলক্ষে ভৈরবে হাইওয়ে পুলিশের আয়োজনে ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা, র‌্যালি, শ্রমিক ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌর শহরের কমলপুর উপজেলা মাইক্রোবাস মালিক চালক শ্রমীকলীগ কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া।

এসময় বক্তারা বলেন, মহাসড়কে নিষিদ্ধ যান বেড়ে গিয়েছে। এসব নিষিদ্ধযানের অবাধে ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। অদক্ষ থ্রি হুইল চলাচল বন্ধ না করতে পারলে ঘটবে এক্সিডেন্ট।

এ সময় ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে মহাসড়কে ব্যাপক উন্নয়ন করছেন। সাধারণ মানুষসহ চালকদের সড়ক ও মহাসড়কে নির্বিঘ্নে চলাচলের স্বার্থে এ উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। ট্রাফিক আইন মেনে চলতে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা ও উন্নয়নে হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি আরো বলেন, মহাসড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের সর্বনিম্ন আড়াই হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের সাজার ব্যবস্থা রয়েছে।

এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে ভৈরব হাইওয়ে পুলিশ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করছেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আওয়াল চৌধুরীর সিনিয়র সহ-সভাপতি আরমান মিয়া, মাইক্রোবাস চালক শ্রমীক লীগ সভাপতি উবায়দুল্লাহ সরকার রাহাদসহ ট্রাফিক পুলিশের কর্মচারী কর্মকর্তা ও মাইক্রোবাস চালক শ্রমিকবৃন্দ।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test