E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ১ একর ৭ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার  

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১৯:৫১:৩২
গোপালগঞ্জে ১ একর ৭ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার  

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামসহ এলাকার প্রভাবশালীদের দখলে থাকা সরকারী খাস খতিয়ানের ১ একর ৭ শতাংশ জমি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে সদর উপজেলার পাইককান্দি পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: নাজমুন নাহার বলেন, পাইককান্দি পশ্চিমপাড়া গ্রামে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামসহ এলাকার প্রভাবশালীরা সরকারী খাস খতিয়ানের জমি দখল করেছে রেখেছে বলে দুদকের গণ শুনানীতে অভিযোগ করা হয়। বিজয়পাশা মৌজার এসএ ৪৬২ ও বিআরএস ৫৬৯ নং দাগে ১ একর ৭ শতাংশ জমি প্রভাবশালীদের দখলে ছিল। দখলকৃত জমি থেকে বাড়ীর সীমানা প্রাচীর, দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দিয়ে দখলমুক্ত করে তারকাটার বেড়া ও সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। সরকারী খাস খতিয়ানের জমি রক্ষায় জেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। তার অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ উচ্ছেদ অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসিন উদ্দীন, সদর উপজেলা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) শাম্মী কায়সারসহ সার্ভেয়ারগণ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দিতে কোটি টাকা মূল্যের এ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বেদখল সরকারি সব সম্পত্তি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test