E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, অবরুদ্ধ কয়েকটি পরিবার

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১৯:২২:৩২
শ্রীমঙ্গলে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, অবরুদ্ধ কয়েকটি পরিবার

মোঃ আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৪নং ওয়ার্ড গাজীপুর করবস্থান সংলগ্ন রাস্তাটি গত ১৫ ফেব্রুয়ারি জনৈক খোকন মিয়া গং বাঁশ দিয়ে বন্ধ করে দেন। 

সরজমিন দেখা যায়, কুহিনুর আক্তার উনার ক্রয়কৃত রামনগর মৌজার জেএল নং ৬৯ খতিয়ান নং ২৭০১, দাগ নং ২৪২২ এর মুলে ০৪৫০ শতাংশ ভূমির উপর সীমানা প্রাচীর তৈরীর কাজ শুরু করলে জনৈক খোকন মিয়া সীমানা প্রাচীর কাজে বাধা প্রদান করেন। খোকন মিয়া দাবী করেন কুহিনুর বেগমের জায়গার পাশের জমিটুকু খোকন মিয়ার। এ বিষয় নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি শহর এবং শহরতলীর গন্যমান্য ব্যক্তিরা এক বৈঠকে বসেন। বৈঠকে খোকন মিয়া উনার দাবী করা জমির কোন কাগজপত্রাদি দেখাতে পারেননি। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ ঝিনু মিয়া, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, বিশিষ্ট সালিসী ব্যক্তি তফাজ্জুল হোসেন ফয়েজ, জসিম মিয়া ও মিছির আলীসহ অন্যন্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে বিষয়টি শ্রীমঙ্গল থানায় আসলে শ্রীমঙ্গল থানার এসআই কামরুল ইসলাম জায়গাটি পরিদর্শন করেন। কিন্তু অদ্যাবদি জনগণ চলাচলে রাস্তাটি খুলে দেয়া হয়নি। বিষয়টি নিয়ে পুনরায় থানায় বসার কথা রয়েছে। এলাকাবাসীর দাবী এলাকার প্রায় ৫০টি পরিবার এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন তারা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

(এ/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test