E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে ১৮ শিক্ষার্থী 

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৬:২৯:২৫
গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে ১৮ শিক্ষার্থী 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধুৃ কলেজ থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। ভর্তির অপেক্ষমান তালিকায় রয়েছে ৩ জন শিক্ষার্থী। সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। 

সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে পিয়াল সাহা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে স্বর্ণা মধু, ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নূর হোসেন খান, রাজশাহী মেডিকেল কলেজে মাহামুদা আক্তার চৈতি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হিমেল মজুমদার, বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজে শাওন চৌধূরী, সলমান ফকির ও স্মিতা সাহা, খুলনা মেডিকেল কলেজে এম. সাজিদুর রশিদ, ফাতেমা আয়েশা ও প্রাপ্তি মন্ডল, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে মশিউর রহমান, জোবায়ের, সাতক্ষীরা মেডিকেল কলেজে সানজিলা খান, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে লামিয়া হামিদ অর্পা, মাগুরা মেডিকেল কলেজে মুনতাসির নাফিস ও সুমাইয়া সহ ১৮ জন। এছাড়া অপেক্ষমান তালিকায় রয়েছে ৩ জন।

সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদ আলম লস্কার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৫০ সলে কলেজটি প্রতিষ্ঠার পর এই বছরই সবচেয়ে বেশি শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। অপেক্ষমান তালিকায় রয়েছে ৩ জন ভাল অবস্থানে রয়েছে। তারাও ভর্তির সুযোগ পাবে। কলেজে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের সহয়োগিতায় সরকারি বঙ্গবন্ধু কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা ভাল করছে।

ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া পিয়াল সাহার বাবা প্রদীপ সাহা বলেন, বঙ্গবন্ধু কলেজে শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাস রুম, মান সম্মত বিজ্ঞানাগার সহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে পড়াশোনা করে। তাই শিক্ষার্থীরা ভাল রেজাল্ট করছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test