E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ৭ দফা দাবিতে জেলেদের মানববন্ধন

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৮:০৩:৩১
বরিশালে ৭ দফা দাবিতে জেলেদের মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মৎস্য আহরণের নিষেধাজ্ঞার সময় জেলেদের ৪০ কেজি চালের স্থলে ৬০ কেজি চাল ও নগদ পাঁচ হাজার টাকা প্রদানসহ সাত দফা দাবিতে নগরীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভাগের কয়েকশ’ জেলে উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তারা তাদের সাত দফা দাবি তুলে ধরেন।

দাবি গুলো হলো-জেলে তালিকা হালনাগাদ করণ, চাল ও পূর্ণবাসনের জন্য নৌকা, জাল, গরু, ছাগল বিতরণে জেলে প্রতিনিধিদের মতামত গ্রহণ, ৪০ কেজি চালের পরিবর্তে ৬০ কেজি চাল ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান, নিখোঁজ ও নিহত জেলেদের ১০ লাখ টাকা ও আহত জেলেদের চিকিৎসাসহ ক্ষতিপূরনের ব্যবস্থা করা।

অনুষ্ঠিত সভায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বাবুল মীর, হিজলা উপজেলার সাধারণ সম্পাদক বাশার বাঘা, চরমোনাই ইউনিয়নের সদস্য মুনসুর প্রমুখ। সবশেষে জেলেরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test