E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নেই

এক কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৬

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৮:৫২:৪৪
এক কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৬

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে এক কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থে‌কে দুপুর পর্যন্ত ভূঞাপুরের  ইবরাহীম খাঁ সরকারি কলেজ,  বীরহাটি এলাকা, ভুঞাপুর বাজার, ছা‌ব্বিশা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পৌর শহরের বীরহাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল হালিম (৩৮), বামনা হাটা গ্রামের কোরবান শেখের ছেলে জহুরুল ইসলাম (২৩), ফসলান্দি গ্রামের হাসান আলীর ছেলে আতিকুর রহমান (৩৮), পশ্চিম ভূঞাপুর গ্রামের সুজনের স্ত্রী লিলি বেগম (৩০), ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের কেরামত আলী (৬৫), আহত আইয়ুব আলী, স্কুলছাত্রী জুঁই খাতুন (৯), পৌরসভার বেতুয়া এলাকার আতোয়ার রহমানের স্ত্রী জহুরা (৫০) এবং নিকরাইল এলাকার মঈন উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম (৪৫)। অপর তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত জহুরুল ইসলাম বলেন, ইবরাহীম খাঁ মাজারের কাছে একটি পাগলা কুকুর লাফ দিয়ে আমার ওপর এসে পড়ে এবং পায়ে কামড়ে দেয়। এরপরই সেখানে থাকা আরও কয়েকজনকে কামড় দিয়েছে।

আহত উপজেলার কষ্টাপাড়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক আতিকুর রহমান বলেন, পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিতে যাওয়ার সময়ই দৌড়ে এসে কুকুরটা কামড় দেয়। পরে হাসপাতালে এসে চিকিৎসা নিতে এসে দেখি ভ্যাকসিন নেই। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইফাত ফারজানা জানান, কুকুরের আক্রমণের শিকার হয়ে ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।

(এসএম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test