E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে ৪ অবৈধ পলিথিন কারখানাকে ৫ লক্ষ টাকা জরিমানা

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৯:৩২:৩০
ভৈরবে ৪ অবৈধ পলিথিন কারখানাকে ৫ লক্ষ টাকা জরিমানা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ৪ পলিথিন কারখানাকে ৫ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের রাণীবাজার শাহী মসজিদ রোড এলাকায় এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। 

এ সময় সহযোগিতায় ছিলেন, ভৈরব পৌরসভা খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম ও ভৈরব শহরফাঁড়ি থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে রাণীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৃত খলিলুর রহমান লিমনের মালিকানাধীন পলিথিন কারখানা ১ লক্ষ ৫০ হাজার টাকা, মনির হোসেনের পলিথিন কারখানাকে ২ লক্ষ টাকা, আশ্রাফ মোল্লার পলিথিন কারখানাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও মো. রাব্বি মিয়ার কারখানাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাণীবাজার লোহাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশ সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test