E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২০২৪ ফেব্রুয়ারি ২১ ১৯:০৪:০০
গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোটার, গাজীপুর : যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে গাজীপুর রাজবাড়ি মাঠ সংলগ্ন শহীদ মিনারে মানুষের ঢল নামে। 

এসময় গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ-সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সাধারণ মানুষ মহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ^বিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আনসার ভিডিপি একাডেমি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, কেআরএস ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থ মানবতার সেবায় নিয়োজিত বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়া।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test