E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় মতবিনিময় করলেন ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৭:৪৭:২০
আগৈলঝাড়ায় মতবিনিময় করলেন ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল

তপন বসু, বরিশাল : বাংলাদেশে নবনিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি বরিশালের আগৈলঝাড়ায় গীর্জা পরিদর্শন করে শিক্ষার্থী ও খ্রিষ্ঠ ধর্মাবলম্বী লোকজনের সাথে মতবিনিময় করেছেন।

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের প্রতিনিধি হয়ে সড়ক পথে বৃহস্পতিবার সকাল এগারোটায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি উপজেলার গৈলা ইউনিয়নের ঘোড়ারপাড় স্বর্গোন্নীতা ধণ্যা কুমারী মারিয়ার চার্চে আসলে তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন চার্চের ফাদার ও ধর্মপ্রাণ খ্রিষ্ঠ সম্প্রদায়ের লোকজন।

বরিশাল জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অনেকটা নিরবে, নিভৃতেই ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি এক ঘন্টায় আগৈলঝাড়ার গীর্জা পরিদর্শণ করে সফর সমাপ্ত করেন।

রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি আগৈলঝাড়া সফরে এসে ঘোড়ারপাড় স্বর্গোন্নীতা ধণ্যা কুমারী মারিয়ার চার্চে প্রার্থণা সভায় যোগদান করেন। এর পরে তিনি প্রতিবন্ধী শিশুদের সাথে এবং ঘোড়ারপাড় দিপ্তী ভবনের শিশু শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিশু শিক্ষার্থীরা।

স্থানীয় ধর্ম যাযক ও সিস্টারদের সাথে আপ্যায়নের পূর্বে রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি উপস্থিত খ্রিষ্ঠ ধর্মাবলম্বীদের উদ্যেশ্যে সংক্ষিপ্ত সভায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রদূত চার্চের অভ্যন্তরে বিভিন্ন স্থান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি’র এক ঘন্টার সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন বরিশালের বিশপ ইমানুয়েল কানন রোজারিও, ঘোড়ারপাড় স্বর্গোন্নীতা ধণ্যা কুমারী মারিয়ার চার্চের ফাদার।

আগৈলঝাড়া সফরের পূর্বে রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি বৃহস্পতিবার সকালে বানিয়ারচর মিশন পরিদর্শন করেন। গৌরনদী মিশনে দুপুরের ভোজ সেরে রাত্রি যাপনের উদ্যেশ্যে বরিশাল বিশপ হাউজের উদ্যেশ্যে গমন করেন তিনি। শুক্রবার রাষ্ট্রদূত আর্চ বিশপ মন্সিনিয়র কেভিন রান্ডাল ডিডি’র বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর মিশনসহ বিভিন্ন মিশন পরিদর্শন করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইতালীর রাজধানী রোমের মাঝখানে পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান। দেশটির সীমান্তের চারদিকে রয়েছে রোম শহর। দেশটির জনগোষ্ঠীর অধিকাংশই ধর্মযাজক, পুরোহিত ও সন্ন্যাসী। মূলত রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতাদের নেতৃত্বে পরিচালিত হয় দেশটি।
বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল ১৯৬৬ খ্রিস্টাব্দের ৬ মে নিউ লন্ডনের কানেকটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ খ্রিস্টাব্দের ২৫ জুলাই নরউইচ ডায়োসিসে যাজকাভিষেক লাভ করেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test