E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতী থেকে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:৫০:০২
সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতী থেকে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতী থেকে এক বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়ছে। আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজলোর হাড়দ্দহা দক্ষিণপাড়া সংলগ্ন ইছামতি নদী হতে এ মরদেহ উদ্ধার করে বজিবি।

মারা যাওয়া বিএসএফ সদস্যরে নাম মোহাম্মদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ইছামতি নদীর বালুচর ৮৫ ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পের সিপাহী ছিলেন।

সাতক্ষীরার নীলডুমুর বজিবি’র (১৭) আওতাধীন শাখরা বিওপির ইনর্চাজ নায়কে সুবেদার আনিসুর রহমান জানান, ভারতীয় ৮৫ বিএসএফ’র আওতাধীন সোবাহাম ক্যাম্পরে চারজন বএিসএফ সদস্য বৃহস্পতবিার রাত সাড়ে দশটার দিকে ইঞ্জিন চালিত বোটে করে বাংলাদশে-ভারত সীমান্ত নদী ইছামতীতে টহলে বের হন। সে সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে টহল নৌকাটি উল্টে যায়। টহলে থাকা অন্য তিন সদস্য সাঁতার কেটে কুলে উঠতে সক্ষম হলেও বিএসএফ সদস্য মোহাম্মদ রিয়াজউদ্দীন সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। পরর্বতীতে ইছামতীর বাংলাদশে সীমান্তের হাড়দ্দহ দক্ষিণপাড়া নামক স্থানে মরদেহ ভাসতে থাকে। পরে বিজিবি ও বিএসএফ এর যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে বিএসএফ সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test