E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

প্রবাসী স্বামীর পরিকল্পনায় স্ত্রীকে হত্যা, হত্যাকারী গ্রেপ্তার 

২০২৪ ফেব্রুয়ারি ২৪ ২৩:৫৬:০৩
প্রবাসী স্বামীর পরিকল্পনায় স্ত্রীকে হত্যা, হত্যাকারী গ্রেপ্তার 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশার চাঞ্চল্যকর দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা (৩০) হত্যার ঘটনায় মো. শিহাব শেখকে (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি শিহাব শেখ পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।সে এলাকায় মাদক কারবারি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

পুলিশ মামলা সূত্র, স্থানীয়দের বরাত ও আসামির দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানায়, নিহত রোজিনার স্বামী লিটন শেখ (৩৪) দুবাই প্রবাসী। রোজিনা তার ছেলে রাসেল শেখ (১২) ও মেয়ে রাকাকে (০৬) নিয়ে পাট্টায় স্বামীর বাড়িতে থাকতেন।

পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শিহাব শেখ জানিয়েছেন, তারা দুই লাখ টাকার বিনিময়ে নিহতের স্বামী লিটন শেখ (৩৪) দুবাই প্রবাসীর সাথে চুক্তি করেন। পরে ঘটনার সময় রোজিনার স্বামী ফোনে তাকে জানান, বাইরে প্রয়োজনে কিছু লোক এসেছেন- তিনি যেন গিয়ে কথা বলেন। স্বামীর কথায় বের হন রোজিনা।

মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা কালুখালী উপজেলার কুমরীরাণী গ্রামের মো. আবজাল খাঁ (৫৪) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি পাংশা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় শিহাব শেখকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test