E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেলহাজতে সাবেক এমপি আখতারুজ্জামান 

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৭:১৭:২২
জেলহাজতে সাবেক এমপি আখতারুজ্জামান 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর- ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। একইসাথে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নকে। 

আদালত সুত্রে জানা গেছে, নাশকতা মামলায় উচ্চ আদালত হাইকোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুর নিন্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তিনি। একইসাথে চিরিবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নও আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গগত: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গত ২৯ অক্টোবর ২৩ তারিখে দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তারা জামিন প্রার্থণা করেন।

সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামাননের আদালতে আত্মসমর্পণ করার সংবাদ চিরিরবন্দরে জানাজানি হলে সকাল থেকেই আদালতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়। তাকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ব্যাপক শ্লোগান দিতে থাকেন। এ সময় দায়িত্বরত পুলিশ প্রিজন ভ্যানে করে তাকে নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর ২৩ এ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় একটি নাশকতা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০, তারিখ ৩০-১০-২৩।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test