E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৮:৩৫:২৩
নড়াইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

নড়াইল প্রতিনিধি : মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে সবুজ কাজী (২৫) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মোঃ সবুজ কাজী (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ধানাইড় গ্রামের মোঃ টিটন কাজীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ ফেব্রুয়ারি) নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নড়াইল জেলার সদর থানাধীন চণ্ডীবরপুর ইউনিয়নের আলীগঞ্জ ফেদী সাকিনস্থ জনৈক লিয়াকত আলীর বাগানের মধ্য হতে সবুজ কাজীকে (২৫) গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test