E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৫ মণ জাটকা জব্দ, আটক ২

২০২৪ ফেব্রুয়ারি ২৬ ১৬:০৯:৪৪
১৫ মণ জাটকা জব্দ, আটক ২

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়ক ও বাবুগঞ্জের মিরগঞ্জ মাছের আড়তে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ ও জাটকা পরিবহনের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় বাবুগঞ্জ মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আটককৃত দুইজনকে মোবাইল কোর্ট চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test