E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছর কারাদণ্ড

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৯:৫৯:৫০
অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে আমীর মাওলানা তাজুল ইসলামকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচার মোঃ নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামি তাজুল ইসলাম নিজ বাড়িতে দলীয় লোকজন নিয়ে আইন শৃঙ্খলা অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে গেলে দলীয় অন্যান্য লোকজন পালিয়ে গেলেও আসামী তাজুল ইসলামকে গ্রেফতার করে। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক তার কোটচাঁদপুর পৌরসভার নিজ বাড়ি থেকে ১টি দেশীয় এল.জি শার্টারগান ও ৪ রাউণ্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আসামী মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র আইনের দুটি ধারায় ১০ ও ৭ বছর মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test