E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাষ্ট্রপ্রতি পদক পেলেন ময়মনসিংহের  ডি আই জি, এস পি সহ চার পুলিশ কর্মকর্তা

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৭:৩৯:০৬
রাষ্ট্রপ্রতি পদক পেলেন ময়মনসিংহের  ডি আই জি, এস পি সহ চার পুলিশ কর্মকর্তা

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ  রেঞ্জ ডি আই জি আবিদ হোসেন এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া বাংলাদেশ পুলিশের  সর্বোচ্চ পদক পাওয়াতে জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা,কর্তব্যনিষ্টা, সততা ও শৃঙ্গলামুলক আচরণের মাধ্যমে প্রশংসামুলক অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পি পি এম) পেয়েছেন ডি আই জি ময়মনসিংহ রেঞ্জ আবিদ হোসেন বি পি এম (বার), এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া পি পি এম।

এ ছাড়াও জেলার গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক( পি পি এম)। ময়মনসিংহ ভালুকা থানায় কর্মরত এস আই নিরুপম নাগ পেয়েছেন রাষ্টপতি পুলিশ পদক, পি পি এম। এই সকল চৌকস ও মেধাবী অফিসারদের নিজ নিজ যোগ্যতা ও মেধাভিত্তিক সেবার মানের উপর বিচার বিশ্লেষণ করে নির্বাচিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে পদক তুলে দেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে।

(এনআরকে/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test