E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অবশেষে কোর্টের নির্দেশে আওয়ামী লীগ নেতা চঞ্চল বেপারীর লাশ উত্তোলন

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৮:৫৭:২৫
অবশেষে কোর্টের নির্দেশে আওয়ামী লীগ নেতা চঞ্চল বেপারীর লাশ উত্তোলন

নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : টঙ্গীবাড়ীতে সাড়ে পাঁচ মাস পর কবর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার হাট বালিগাঁও কবরস্থান থেকে বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসগর হোসেন চঞ্চল বেপারীর (৩৫) লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সহকারী কমিশনার ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাত ১টায় আসগর হোসেন চঞ্চলকে মারাত্মক আহত অবস্থায় বালিগাঁও - ইসলামপুর পাকা সড়কের পাশ থেকে টঙ্গীবাড়ী থানার টইল পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহত চঞ্চলের পাশ থেকে তার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তিন দিন পর চিকিৎসারত অবস্থায় চঞ্চল মৃত্যুবরণ করেন।

চঞ্চলের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে চার জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে আদালত টঙ্গীবাড়ী থানার ওসিকে মামলা রেকর্ড করে তদন্তের নির্দেশ দেন। মামলার আসামীরা হলো বালিগাঁও গ্রামের ইছাক শেখের ছেলে সোহেল শেখ, মোফাজ্জল হোসেন কমান্ডারের ছেলে সাইদুস সিয়াম রিটু, গোপাল দাসের ছেলে নিতাই দাস ও খলাপাড়া গ্রামের উত্তম সরকারের ছেলে সুভাস সরকার।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল মামুন জানান তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য চঞ্চল বেপারীর লাশ উত্তোলন করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বাদী সুমি আক্তার জানান ঘটনার দিন রাতে তার স্বামীর অফিসে আসামীদের সাথে জমির ব্যবসার হিসাব নিকাশ নিয়ে বাকবিতন্ডা হয়। আসামীরা তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে তিনি জানান।

(এনডি/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test