E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে অবৈধ ইট ভাটায় অভিযান, ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ২০:২৬:২৩
কালিয়াকৈরে অবৈধ ইট ভাটায় অভিযান, ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা

ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইট ভাটা ভেঙ্গে ফেলেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আর্থিকভাবে জরিমানাও করা হয় ওই অবৈধ ইটভাটর গুলোর মালিকদের।আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেএ অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এনবিএম, এসবি স্টার ও জেআরবি ইট ভাটাগুলোর চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে জেআরবি ইট ভাটা মালিককে একলক্ষ ৫০হাজার, এসবি স্টারকে১লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন ভুঁইয়া, সহকারি পরিচালক মইনুল হক,সহকারি পরিচালক মমিন ভুঁইয়া,পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও কালিয়াকৈর থানা ও জেলা পুলিশের সদস্য বৃন্দ।


(আইএস/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test