E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাভারে ১০ দিনব্যাপী তেঁতুলঝোড়া বইমেলার সমাপ্তি

২০২৪ মার্চ ০১ ১২:০৫:০৩
সাভারে ১০ দিনব্যাপী তেঁতুলঝোড়া বইমেলার সমাপ্তি

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের হেমায়েতপুরে মরহুম ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যোগে অমর একুশে উপলক্ষে ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত “তেঁতুলঝোড়া বইমেলা-২০২৪” এর সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে আনুষ্ঠানিক ভাবে এই মেলার সমাপ্তি করা হয়। বই মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট কামরুল ইসলাম এমপি, তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করতে চায়। তাদের বিরুদ্ধে লড়াই চলছে।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

এ সময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে অপশক্তির বিরুদ্ধে লড়াই সহজ হবে। সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। আর সেই স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম।

এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভূমি সহকারী এস এম রাসেল ইসলাম নূর, এছাড়াও আরো যোগদিয়েছেন কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

২০ ফেব্রুয়ারি তেঁতুলঝাড়া ইউনিয়নের হেমায়েতপুর স্কুল, ঈদগাহ মাঠে ওই মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।

(টিজি/এএস/মার্চ ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test