E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিক্ষাখাতে ২০ শতাংশ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে নড়াইলে ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

২০২৪ মার্চ ০২ ১৪:২৯:২২
শিক্ষাখাতে ২০ শতাংশ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে নড়াইলে ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : ব্যবসার লভ্যাংশের ২০ পার্সেন্ট শিক্ষাখাতে প্রদানের প্রতিশ্রুতি দিয়ে  নড়াইলের লোহাগড়া উপজেলা বাজারে মধুমতি ইলেকট্রনিক্স শোরুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১মার্চ) বিকালে স্পেশাল সিকউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক, লোহাগড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমের উদ্বোধন করেন।

শোরুম উদ্বোধনকালে লেঅহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, মধুমতি ইলেকট্রনিক্স শোরুমের চেয়ারম্যান সেলিম শেখ,ব্যবস্থাপনা পরিচালক ফারদিন শেখ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই শোরুমে বিভিন্ন ব্রান্ডের টিভি, ফ্রিজ, ফ্যান, মাইক্রোওভেনসহনানা ধরণের ইলেকপ্রনিক্স পণ্য পাওয়া যাবে। ক্রেতাদের সুবিধার্থে সারাবছরই কম মুনাফায় পণ্য বিক্রির কথা জানিয়েছেন মধুমতি ইলেকট্রনিক্স শোরুমের উদ্যোক্তা সেলিম শেখ।

(আরএম/এএস/মার্চ ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test