E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

২০২৪ মার্চ ০৩ ১৭:২৭:০৪
কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় নবাগত উপজেলা নিবার্হী অফিসার এ কে এম লুৎফর রহমান আজ রবিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপজেলার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং তা সমাধানের অনুরোধ জানান। এছাড়া সাংবাদিকরা এলাকার সমস্যা গুলোর মধ্যে অবাধে মাটিকাটা, এলাকার জানজট, বখাটেদের উৎপাত, বাল্য বিয়ে, এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যা গুলো ইউএনও মহোদয় মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

নিবার্হী অফিসার এ কে এমলুৎফর রহমান বলেন, আপনারা এলাকার সন্তান আপনাদের সহযোগিতা ছাড়া এলাকার সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বঙ্গতাজের মাটিতে চাকুরিতে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি। তিনি সাংবাদিকদের সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, সহসভাপতি মো. সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামিম, সদস্য নুরুল আমীন সিকদার, মুজিবুর রহমান মাস্টার, মো. মুজিবুর রহমান, মো. খোরশেদ আলম, নুরুল ইসলাম ফরিদ, আকরাম হোসেন রিপন, আকরাম হোসেন হিরন প্রমুখ।

এছাড়া নিবার্হী কর্মকতা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

(এসকেডি/এসপি/মার্চ ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test