E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালো শিশু

২০২৪ মার্চ ০৫ ১৮:৫১:২২
মাদারগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালো শিশু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্রা ট্রলির ধাক্কায় বাড়ির পাশে খেলতে থাকা আদিবা জান্নাত তাবাসসুম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার করুইচুড়া ইউনিয়নের সালাবান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের হাসান হাবীবের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু তাবাসসুম সকালে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিলো। এ সময় হঠাৎ একটি মাহিন্দ্রা ট্রলি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের অভিযোগের পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/মার্চ ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test