E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মসিক নির্বাচন

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে কোতোয়ালি পুলিশ

২০২৪ মার্চ ০৬ ১৮:০৫:৪৫
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে কোতোয়ালি পুলিশ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যখন সাজ সাজ রব। তখন ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরভাবে দায়িত্ব পালনে ব্যস্ত কোতোয়ালি মডেল থানা সহ আইনশৃঙ্খলা বাহিনী।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দীনের নেতৃত্বে কোতোয়ালি থানার পুলিশ নির্ঘুম কঠোরভাবে পাহাড়া দিয়ে যাচ্ছেন ময়মনসিংহ সিটির অলিগলিতে। গতকাল মঙ্গলবার মধ্য রাতে ময়মনসিংহ সিটির কাশোর, খাগডহর, বাইপাশ, আকুয়া চৌরাস্তা, ব্রিজমোড়, শিকারীকান্দা দীঘারকান্দা, নওমহল বিভিন্ন কোলনী সহ সকল জায়গাতে ছিল পুলিশের নিছিদ্র নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বিভিন্ন শক্তিশালি পদক্ষেপ৷।

কোতোয়ালি ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, কোতোয়ালি পুলিশের বেশ কয়েকটি টিম বিভিন্ন দলে বিভক্ত হয়ে নির্বাচন পূর্বে কোনো পক্ষ আইনশৃঙ্খলা অবনতি ও সামাজিক নিরাপত্তার বিঘ্নিত করতে না পারে। সে ব্যাপারে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়ার দিকনির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দীন ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নেত্রীত্বে বিভিন ভাবে ময়মনসিংহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যে কোনো অপতৎপরতা ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত রুখতে সদা প্রস্তুত ময়মনসিংহ পুলিশ।

(এনআরকে/এসপি/মার্চ ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test