E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভৈরবে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত

২০২৪ মার্চ ০৭ ১৭:০৩:৫১
ভৈরবে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সাব রেজিস্টার মো. সিরাজুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, (তদন্ত) মো. শাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর আহমেদ সৈকত, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মো. ফরহাদ আহমেদ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, শিক্ষক নেতা জাফর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা মানলে বঙ্গবন্ধু। ঐতিহাসিক ৭ মার্চ আজকের দিনে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে ১৮ মিনিট ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রেসকোর্স ময়দানের ভাষণে দেশ গঠনের দিক নির্দেশনা দিয়েছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধাকালীন দেশের অবস্থা জানতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ইতিহাস পড়তে হবে। বঙ্গবন্ধুর ডাকে ৩০ লাখ প্রাণের বিনিময়ে আজকের এই স্বাধীনতা।

এছাড়া বক্তারা আরো বলেন, ৭ মার্চ জাদুকরী ভাষণ আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে যেতে সহায়তা করেছে। বঙ্গবন্ধুর একটি বক্তব্য একটি দেশ স্বাধীন হয়েছে। এমন জাদুকর পৃথিবীতে বিরল। এমন নেতা পাওয়া কঠিন। ৭ মার্চের ভাষণে আমাদের দেশের দূরাবস্থা দূর করতে বঙ্গবন্ধু বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে লাঠি নিয়ে যুদ্ধে নেমে পড়েছিল বীর সেনারা। তিনি বলেছিলেন যার যা কিছু আছে শত্রুর মোকাবেলা করতে হবে। তৎকালীন দেশের নিরস্ত্র মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিলো বাঙালির মুক্তির ও স্বাধীনতার সংগ্রামের ভাষণ। যা মুক্তিকামী বাঙালিদের স্বাধীনতা এনে দিয়েছে।

আজ গণতন্ত্র হরণ করতে চাই স্বাধীনতার বিরোধীরা। স্বাধীনতার বিরোধী রাজাকার ও মুক্তিযোদ্ধা বিরোধীরা সারা জীবন ঘৃণিত হয়ে থাকবো। এসময় বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে বেশি বেশি পড়তে আহবান জানান বক্তারা।

আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

(এসএস/এসপি/মার্চ ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test