E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুগ্ম সচিবের গাড়িতে ফেন্সিডিল, আটক ৩

২০২৪ মার্চ ০৯ ১৪:৩৬:৩৬
যুগ্ম সচিবের গাড়িতে ফেন্সিডিল, আটক ৩

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মেরিনা নাজনিনের ব্যবহৃত গাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডল জব্দ করেছে র‌্যাব। সেসময় গাড়ি চালকসহ ৩জনকে আটক করা হয়।

শনিবার (৯মার্চ) ভোরে সদর উপজেলা মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-গাড়ী চালক ঢাকার তেজগাও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বড়গুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)।

র‌্যাব ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র‌্যাব।

সে সময় সন্দেহ হলে একটি পাজারো গাড়ীর গতিরোধ করে তল্লাসী করে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে গাড়ির ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি র‌্যাব।

(একে/এএস/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test