E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোটারী ক্লাব মুক্ত স্বদেশ ও চাঁদপুর রোটারী ক্লাবের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সম্পন্ন 

২০২৪ মার্চ ০৯ ১৭:২৪:৫৫
রোটারী ক্লাব মুক্ত স্বদেশ ও চাঁদপুর রোটারী ক্লাবের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সম্পন্ন 

চাঁদপুর প্রতিনিধি : রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ ঢাকা ও চাঁদপুর রোটারী ক্লাবের যৌথ আয়োজনে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হাইমচরে মহাত্মা গান্ধীর আগমনের স্মৃতি উদযাপন এবং আন্তর্জাতিক নারী দিবসে ৮ মার্চ শুক্রবার এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঢাকা ও চাঁদপুরের একদল অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল টিম ওই এলাকার সকল শ্রেণী-পেশার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। আর এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন গান্ধী আশ্রম ট্রাস্ট ও আমরাই চাঁদপুর নামের সংগঠন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস। আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল সাদিক হাসান রুমি, গান্ধী আশ্রম ট্রাস্টের সিইও রাহা নব কুমার, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ আরএফএসএম, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, সহ-সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএম, সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, শাহীন আক্তার, ডিরেক্টর অ্যাডঃ শাহাদাত হোসেন, আরএফএসএম সার্জেন্ট অ্যাট আমর্স রোটাঃ সাইফুল ইসলাম, সদস্য রোটাঃ মানিক লাল দেবনাথ আরএফএসএম।

উপস্থিত ছিলেন : রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর মাতৃমঙ্গল হাসপাতালে মেডিকেল অফিসার, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইশরাত জাহান, ডাঃ আব্দুল কাদের জিলানী, চাঁদপুর মেরিন হাসপাতালের মেডিকেল অফিসারগণ।

উল্লেখ্য, এদিন সকালের অতিথিসহ চিকিৎসক দল ট্রলারযোগে সকাল ১১টায় সাহেব বাজারের পৌঁছলে নীলকমল ঘাটে অতিথিসহ চিকিৎসকদের অভ্যর্থনা জানান ইউপি চেয়ারম্যান রতন হাজী। মেডিক্যাল ক্যাম্পে অভ্যর্থনা ও পৃষ্ঠপোষকতা ছিলেন ব্যারিস্টার হামিদুল মেজবাহ।

(ইউএইচ/এসপি/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test