E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলী পৌরসভায় ভাংলো হ্যাঙ্গার, চালু হয়েছে মোবাইল ফোন  

২০২৪ মার্চ ০৯ ২২:৪৭:৪২
আমতলী পৌরসভায় ভাংলো হ্যাঙ্গার, চালু হয়েছে মোবাইল ফোন  

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার আমতলী পৌরসভার নির্বাচনে জনগণের রায়ে ১৩ বছর পরে শতকরা ৭৯.৫৮ শতাংশ ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ মতিয়ার রহমান। ৯ মার্চ শনিবার ৫ম আমতলী পৌরসভা নির্বাচনে নিকটতম প্রার্থীর থেকে ৯৩৬ ভোট বেশি পেয়ে মোবাইল ফোন মার্কা নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৬৫২৫ অন্যদিকে তার নিকটতম প্রার্থী মোঃ নাজমুল আহসান খান (নান্নু) হ্যাঙ্গার প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৮৯ ভোট।

আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলেন ০৯ জন প্রার্থী । এদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন কম্পিউটার প্রতীক নিয়ে ১৫২, আবুল কালাম আজাদ জগ মার্কা নিয়ে ৪২ ,কামাল মৃধা ইস্ত্রি মার্কা নিয়ে ৬০,‌ জহিরুল ইসলাম খোকন ক্যারাম বোর্ড মার্কা নিয়ে ৫২,নুসরাত জাহান বড়শি মার্কা নিয়ে ২৭, মুহা ইফতেখার হাসান চামচ প্রতীক নিয়ে ২৪,মজলুর রহমান নারিকেল গাছ মার্কা নিয়ে ৮১ ভোট পেয়েছেন।

আমতলী পৌরসভায় ৯ টি কেন্দ্রে ১৫৮৩৯ জন ভোটারের মধ্যে ১২৫৫২ জন এদের মধ্যে ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।তাদের ভোটাধিকারের মাধ্যমে এ রায় দিয়েছেন।নির্বাচনে সর্বমোট ভোটের সংখ্যা ছিল ১২৬০৫ যার মধ্যে ৫৩ টি ভোট বাতিল বলে গণ্য করা হয়েছে।

২০.০ বর্গকি.মি. (৭.৭ বর্গমাইল) নিয়ে গঠিত বরগুনা জেলার আমতলী পৌরসভা।১৯৯৮ সালের ২৩শে আগস্ট আমতলী পৌরসভা স্থাপিত হলে আমতলী পৌরশহরের মর্যাদা লাভ কর।প্রতিষ্ঠাকালে পৌর প্রশাসক হিসেবে তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক চন্দ্র দে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ৬ মে নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ আ. ছত্তার মৃধা। ২০০৫ সালের ৩০ জুলাই দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু। তৃতীয় দফা ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় নির্বাচিত হন মেয়র মোঃ মতিয়ার রহমান।

(এসএস/এএস/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test