E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানবতার সেবক কাউন্সিলর ফরহাদ আলম

২০২৪ মার্চ ১৪ ১৭:৩৬:৪০
মানবতার সেবক কাউন্সিলর ফরহাদ আলম

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : মসিক নির্বাচন শেষ হয়েছে গত ৯ মার্চ শনিবার। সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ১১। নওমহল সহ বিস্তীর্ণ এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ফরহাদ আলম। যিনি তিনবারের  ওয়ার্ড কাউন্সিলর। প্রতিবারেই তিনি বিপুল ভোটে বিজযী হয়ে ওয়ার্ডবাসীর সেবা দিযে যাচ্ছেন। কিন্তু এবার ব্যতিক্রম হয়েছে। তার বিরুদ্ধে প্রতিদ্বন্ধীতায় নেমেছিলেন ইকবাল  হোসেন। নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করায় তিনি আর এগুতে পারেননি। তাই ফরহাদ আলম অতি দুঃখের সাথে বললেন, আমি এটা চাইনি? আমি গণতান্ত্রিক ভাবে জনপ্রিয়তা যাচাই করে আসতে পছন্দ করি। আমার ওয়ার্ডবাসী আমাকে কতটুকু ভালবাসে সেটা প্রমানের জন্য আমি উদগ্রীব। একাধারে তিনবারের এই কাউন্সিলর এতটাই জনপ্রিয়। তিনি নিজে ঘরে ঘরে গিয়ে খোঁজ নেন,  তার কোন এলাকায় কেউ অভুক্ত আছে কিনা। কারো কোন সমস্যা শুনলেই দৌড়ে চলে যান সখানে। আর কাউন্সিলর ফরহাদ যাওয়া মানেই সমস্যার সমাধান। মাদকের বিরুদ্ধে সোচ্চার এই কাউন্সিলর।

এলাকার দরিদ্র রিকশা চালক মাসুদ বললেন, গত ঈদে কোনকিছুই ছিল না। ছেলেমেয়েদের নিয়ে ঘড়ে বসে আল্লাহ কে ডাকছিলাম। গভীর রাত, হঠাৎ দরজায় কড়া নাড়লো। খুলে দেখি কাউন্সিলর ফরহাদ ভাই। হাতে মুরগী, চাউল, সেমাই সহ আমকে ডেকে এগুলো দিয়ে কিছু নগদ টাকা সহ বললেন, কাল ঈদ, নামাজে যেও। আমি আনন্দে কেদে ফেললাম।

উত্তরাধিকার ৭১ নিউজের সাথে আলাপচারিতায় কাউন্সিলর ফরহাদ আলম বলেন, আমি আমার ওয়ার্ডবাসীকে নিজের সন্তান মনে করি। যতটুকু সাধ্যমত পারি তাদের পাশে দাঁড়াই। ওরাই আমার আত্মীয়, ভাই ও বন্ধু।

উল্লেখ্য, এখানে সংখ্যার দিক দিয়ে হিন্দু ভোটার প্রায় ৪০/ ভাগ। সমস্ত হিন্দুদের ভোট ব্যাংক বলতে কাউন্সিলর ফরহাদ। এখানে তিনি একজন সত্যিকারের মানবতার সেবক।

(এনআরকে/এসপি/মার্চ ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test