E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সিটি কলেজে দুর্নীতি থেমে নেই

২০২৪ মার্চ ১৪ ১৯:৫৩:১১
সাতক্ষীরা সিটি কলেজে দুর্নীতি থেমে নেই

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পত্র পত্রিকায়  যা লেখা হোক না কেন সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতি বেড়েই চলেছে। কেউ থামাতে পারছে না দুর্নীতির এই মহোৎসব। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু অভিযোগের তদন্তে সাবেক অধ্যক্ষ আবু সাঈদসহ কিছু শিক্ষক কারাবরণ করার পরও বহাল তবিয়তে চলছে সীমাহীন দুর্নীতি।

সাতক্ষীরা সিটি কলেজ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সিটি কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ৩৫৬জন এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৩৭৩জনসহ মোট ৭২৯জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এসব শিক্ষার্থীদের নিকট থেকে মাথাপিছু ২৫০০টাকা হিসেবে মোট ১৮ লাখ ২২ হাজার ৫০০টাকা আদায় করা হয়েছে।

একই সময়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ডিগ্রী স্তরে ৯৩জন এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৬১জন মোট ১৫৪জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের নিকট থেকে মাথাপিছু ২৫০০টাকা হিসেবে তিন লাখ ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

উক্ত শিক্ষাবর্ষে অনার্স স্তরে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৩২৯জন এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৩৭৩জন শিক্ষার্থী ভর্তি হয়। উক্ত ৭০২জন শিক্ষার্থীর নিকট থেকে মাথাপিছু পাঁচ হাজার টাকা হিসেবে ৩৫ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়েছে।

এমএ ও এমবিএ ভর্তি বাবদ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে নয় লাখ ৪৭ হাজার টাকা ব্যাংক ও ক্যাশে জমা ছিল। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১৪৫জন ভর্তি হয়েছে। যাদের প্রত্যেকের ভর্তি ফি ৫ হাজার টাকা হিসেবে মোট সাত লাখ ২৫ হাজার টাকা আদায় হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি এখনও চলমান আছে। এক বছরে ভর্তি বাবদ ৭২ লাখ ৮৯ হাজার টাকা আদায় হয়েছে।

এদিকে ২০২০ সালে এমএ ও এমবিএ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫৫জন এবং ২০২১ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪০৭জন। অনার্স প্রথম বর্ষ ২০২১ পরীক্ষার্থী সংখ্যা ৫৪২জন। অনার্স ১ম বর্ষ ২০২২ পরীক্ষার্থী সংখ্যা ৫৫২জন। অনার্স ২য় বর্ষ ২০২২ পরীক্ষার্থী সংখ্যা ৭২৫জন। অনার্স ৩য় বর্ষ ২০২১ পরীক্ষার্থী সংখ্যা ৩৮৫জন। অনার্স ৩য় বর্ষ ২০২২ পরীক্ষার্থী সংখ্যা (চলমান এবং অর্থ বছরের বাহিরে)। অনার্স ৪র্থ বর্ষ ২০২১ পরীক্ষার্থী সংখ্যা ৪৩২জন। অনার্স ৪র্থ বর্ষ ২০২২ পরীক্ষার্থী সংখ্যা (চলমান এবং অর্থবছরের বাইরে)। মোট তিন হাজার ৩০৯জনের নিকট থেকে অতিরিক্ত আদায়ের আট লাখ ২৭ হাজার ২৫০টাকা।

উচ্চ মাধ্যমিক স্তরে ফরম পূরণ থেকে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা ২০২৩ পরীক্ষার্থী সংখ্যা ৩১৪জনের নিকট থেকে বেতন ও বিবিধ বাবদ ৪০০টাকা হিসেবে মোট ১ লাখ ২৫ হাজার ৬০০টাকা। অনার্স ও মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার ফিস জনপ্রতি ৩০০টাকা হারে ৩ হাজার ৩০৯জনের নিকট থেকে আদায়কৃত ৯ লাখ ৯২ হাজার ৭০০টাকার কোন হিসাব নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোচিং বাবদ ৫০০টাকা হিসেবে ৩১৪জনের নিকট থেকে আদায় করেছেন এক লাখ ৫৭হাজার টাকা।

ভর্তি ফি, ফরমপূরণ ও অন্যান্য ফি বাবদ এক বছরে অধ্যক্ষ ড. শিহাবুদ্দীনের পকেটস্থ মোট আয় ৯৩,৯১,৫৫০ টাকা। এই ধারা অব্যাহত রাখার জন্য তিনি পকেট কমিটি তৈরির জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন যেটি সুপ্রীম কোর্টের চেম্বার জর্জ আদালত পর্যন্ত গড়িয়েছে। এখানে উল্লেখ্য এই কলেজে নিয়োগপ্রাপ্ত ৫০ জন নন এমপিও শিক্ষক কর্মচারী কয়েক বছর ধরে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করলেও অধ্যক্ষের পকেটস্থ আয়ের কমতি নেই। তাই জেলার সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ ও সিটি কলেজ ও কর্মরত শিক্ষক কর্মচারীরা এই রাহু গ্রাস থেকে প্রতিষ্ঠানকে মুক্ত রাখার জন্য জনপ্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে সিটি কলেজের বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করেছেন।

(আরকে/এএস/মার্চ ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test