E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে পরিবেশ বিপর্যয় রক্ষার্থে মানববন্ধন অনুষ্ঠিত

২০১৪ নভেম্বর ১৫ ১৬:৩৩:৫১
কিশোরগঞ্জে পরিবেশ বিপর্যয় রক্ষার্থে মানববন্ধন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইলে মুল সড়কে অবৈধ ইটভাটা ও পরিবেশ বিপর্যয় রক্ষার্থে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কর্শাকড়িয়াইল ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্ব উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম নূরু। তিনি বলেন, আব্দুল আহাদ মানিক এর মালিকাধীন এসটিডি ইটভাটার লাইসেন্স এর মেয়াদ না থাকা স্বত্বেও অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইতিমধ্যে ইটভাটার চারপাশের ফলজ ও জমির ফসল বিনষ্ট হতে শুরু করেছে। এর প্রভাবে এলাকায় চারিদিকে কালো ধোয়ার আচ্ছন্ন থাকে। এমনকি আশপাশের বাড়ি-ঘর, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এর বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। এখনই জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ প্রয়োজন। অন্যাথায় এ বিপর্যয় রক্ষার্থে এলাকাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

কর্শাকড়িয়াইল ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ২ বছর ধরে ইটভাটার মালিক কোনো ট্রেড লাইসেন্স সংগ্রহ করেননি। তাই আইনত এ ইটভাটা অবৈধ। এমনকি ইটভাটায় ইট পোড়ানো জন্য গাছের টুকরো (ঠুম) লাকড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই অতিসত্ত্বর অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশের বিপর্যয় রক্ষার্থে জেলা প্রশাসনের জরুরী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ স্কুল পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী।

(পিকেএস/পি/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test