E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার

২০২৪ মার্চ ১৫ ১৩:৫৮:৩৭
নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি : নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , চলতি বছরের গত ১৭ জানুয়ারি রাতে লোহাগড়া পৌরসভার সরদারপাড়া এলাকার কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোরের দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৮ জানুয়ারী লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গত ১৪ মার্চ এবং ১৫ মার্চ মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন স্হানে
অভিযান চালিয়ে লিটন মিয়া (২৬), আশিকুর রহমান মোল্যা ওরফে আসিবুর রহমান, মোমিন মোল্যাকে (৩৩) তাদের নিজ নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত লিটন মিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে। আশিকুর রহমান মোল্যা ওরফে আসিবুর রহমান (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার মোচড়া গ্রামের মিকাইল মোল্যা ওরফে ইসমাইল মোল্যার ছেলে এবং মোঃ মোমিন মোল্যা (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার গোপিকান্তপুর (গুচ্ছগ্রাম) সাকিনের মৃত আজিজুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত মোঃ লিটন মিয়ার নামে মোটরসাইকেল চুরির ঘটনায় ৮টি মামলা, আশিকুর রহমান মোল্যা ওরফে আসিবুর রহমানের নামে ১১ টি মামলা এবং মোমিন মোল্যার (৩৩) এর নামে ১২টি মামলা ডিএমপি, কেএমপি, গোপালগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইলসহ একাধিক জেলায় রয়েছে।

(আরএম/এএস/মার্চ ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test