E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমজানেও টাঙ্গাইলে জুয়ার আসর

বিরতি রিসোর্ট থেকে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

২০২৪ মার্চ ১৫ ১৯:৪৯:০৬
বিরতি রিসোর্ট থেকে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের এলেঙ্গাস্থ ভিআইপি রিসোর্ট বিরতি থেকে জুয়ার আসর হতে নগদ সোয়া তিন লাখ টাকা সহ ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরতি রিসোর্টে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হচ্ছেন- কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৪৫), ফটিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম(৫০), কোরবান আলীর ছেলে রুবেল মিয়া (৩০), জোকারচর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে আসাদুজ্জামান (৪৪), মৃত নুর ইসলামের ছেলে ফজলু সরকার (৩৮), মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ফকির (৫০), গোহালিয়াবাড়ী গ্রামের গ্রামের আবু সাঈদের ছেলে জুলহাস (৩৪), মজিবুর রহমানের ছেলে লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের জহিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৫৭), সল্লা গ্রামের সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭), ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মো. সুজন মিয়া (২৪), সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ছবের আলী প্রামাণিকের ছেলে মো. আব্দুল আলীম (৩৬), সারটিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাঝাইল গ্রামের মৃত মুসা শেখের ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য সুলতান মাহমুদ ফকির ও আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গাস্থ বিরতি রিসোর্টে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল।

গোপান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ তিন লাখ ৩০ হাজার ৫২০ টাকা, জুয়াড়িদের ব্যবহৃত ১৫টি মোবাইল সেটসহ জুয়া খেলার বিভিন্ন সরাঞ্জমাদী জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।

(এসএএম/এএস/মার্চ ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test